বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন। রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই বার্তায় বলা হয়, সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এছাড়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট সোমবার বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। সেটা কাউন্টার ও অনলাইনে বিক্রি শুরু হবে।
তবে জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস ট্রেন দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
কোটা সংস্কার আন্দোলনের মুখে ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে দেশে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল।
প্রসঙ্গত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা দাবিকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউ জারি থাকায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছিল বাংলাদেশ রেলওয়ে। রোববার (৪ আগস্ট) রাতে ট্রেন চলাচল স্থগিতের বিষয়টি জানান মো. নাহিদ হাসান খাঁন। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে ১৮ জুলাই দুপুর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করেছিল ১ আগস্ট। পরে সেটাও বন্ধ রাখা হয়।
এম/এইচ
Discussion about this post