ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় দখল করার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) দুপুরে কার্যালয়টি দখলের পর ‘জুলাই যোদ্ধা ঠাকুরগাঁও’ ব্যানার লাগিয়ে দেয়া হয়। পরবর্তীতে আগস্টে পুড়িয়ে দেয়া কার্যালয়টির কক্ষগুলো পরিষ্কার-পরিছন্ন করতে দেখা যায়।
ভবনটির পরিষ্কার-পরিছন্নতায় জড়িতরা জানান, স্বৈরাচার সরকার পালানোর সঙ্গে সঙ্গে তাদের দোসররাও পালিয়েছে। তাদের কার্যালয়টি বর্তমানে অপরিষ্কার ও অপরিছন্ন অবস্থায় পরে আছে। এ অবস্থায় জুলাই যোদ্ধাদের বসার জায়গা হিসেবে এটি ব্যবহার করা হবে।
এ বিষয়ে জুলাই যোদ্ধাদের আহ্বায়ক মো. রায়হান অপু জানান, যেহেতু ভবনটি পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে সে কারণে জুলাই-আগস্টে যারা আহত হয়েছেন তারাসহ স্থানীয় যুবকরা এই ভবনটিতে যাতায়াত করবে। ক্রীড়া, সংস্কৃতিসহ সমাজের ভালো কাজগুলো কীভাবে করা যায়, এসব বিষয়ে এখানে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
এম এইচ/
Discussion about this post