মার্কিন ডলারের তেজ কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ডলারের দাম গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ইয়েন, ইউরোসহ ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলার সূচকের মান ছিল ১০৪ দশমিক ৩০, যা বুধবার ছিল ১০৪ দশমিক ৫৭। সর্বশেষ ডলার সূচকের মান এত বেশি ছিল গত ৩০ জুলাই।
মূলত দুই কারণে ডলার ইনডেক্সের মান এতটা ওপরে রয়েছে। প্রথমত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ধারনার চেয়ে কম গতিতে সুদের হার কমাবে, বাজারে এমন প্রত্যাশা তৈরি হওয়া এবং দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন এমন আশাবাদ তৈরি হওয়া।
মিজুহো সিকিউরিটিজের জাপান ডেস্কের প্রধান শোকি ওমরি বলেন, প্রত্যাশার বিপরীতে গিয়ে ফেড নীতি সুদের হার বেশি রাখবে, এমন আশাবাদ এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পণ্যমূল্য নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেসব কারণে মার্কিন ডলার এখন মুদ্রার রাজা।
বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। তিনি প্রেসিডেন্ট হলে মূল্যস্ফীতি বাড়ে এমন পদক্ষেপ নেবেন বলে ধারনা করা হচ্ছে। আমদানি শুল্ক বাড়ানো হবে, ট্রাম্পের এমন ঘোষণা থেকে এই প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে ডলারের দাম বেড়েছে।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post