এপার-ওপার দুই বাংলায়ই বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন গায়ক অনুপম রায়। বাংলাদেশের ভক্তরা মুখিয়ে থাকেন কবে এ দেশে আসবেন এই শিল্পী। জানা যায়, আবারও ঢাকায় আসছেন অনুপম। গাইবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছর পূর্তিতে।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
আগামী ১ ফেব্রুয়ারি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ডিএমপি। ওই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। থাকছে দেশের অন্যতম ব্যান্ড মাইলসও। এ ছাড়া একাধিক শিল্পীর গান পরিবেশনার কথা রয়েছে।
উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান পরিবেশন করবেন। তাঁকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।’
বিষয়টির আভাস দিয়েছেন অনুপম রায়ও। গত ১৯ জানুয়ারি তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন—‘ঝটিকা সফর ঢাকা।’
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, অন্য সব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।
এ জেড কে/
Discussion about this post