বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মাত্র এক দিন বাকি। এরই মধ্যে ডিপজলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন অভিনেত্রী সাদিয়া মির্জা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিপজলকে শোকজ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এসময় তিনি বলেন, সাদিয়া মির্জা নাকের এক প্রার্থী আমাদের কাছে ভিডিওসহ অভিযোগ করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ চলচিত্র সমিতির সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। ৬ ঘন্টার মধ্যে চিঠির জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তবে ডিপজল যদি সঠিক কারণ দর্শাতে না পারে তাহলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে।
টিবি
Discussion about this post