ডিসেম্বরে শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বিচার শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া মার্চে শেষ হলে এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হবে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আইন প্রয়োগ, মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব নিয়ে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণের সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
তাজুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে। ফলে এপ্রিল বা মে মাস থেকে সাক্ষ্যগ্রহণসহ বিচার প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলবে।
তিনি আশ্বস্ত করে বলেন, জাতিকে আমরা জানাতে চাই যে, আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরের আগেই বেশ কয়েকটি মামলার বিচার শেষ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলার রায় হয়ে গেলে পতিত সরকারের নেতাদের ঔদ্ধত্য ও অশান্তি বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
এস এইচ/
Discussion about this post