মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখি যুদ্ধে আটকে গেছে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখনই ছেলের বিয়ে আয়োজনের পক্ষ নন নেতানিয়াহু।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরাইলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এই তথ্য জানিয়েছে।
আভনার নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেলআবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
তবে এ বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়।
এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়।
এ ইউ/
Discussion about this post