বিমসটেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি। শুক্রবার (০৪ এপ্রিল) রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেছেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হলে সামনে ড. ইউনূস দেশের জন্য আরও ভালো কিছু বয়ে আনবেন।
গণহত্যার দায়ে জড়িত শেখ হাসিনাসহ সকল হত্যকারীদের ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, হাসিনা আমলে অসম চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্তে সকল হত্যা বন্ধ করতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন মির্জা আব্বাস।
এস এইচ/
Discussion about this post