বাংলাদেশে ব্যাপ জনপ্রিয় তুরস্কের ইসলামিক সিরিজ কুরুলুস উসমান। এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। ইতোমধ্যে তিনি রওনা হয়েছেন। আর এ খবর নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বৃহস্পতিবার (২৩ মে) ফেসবুকে এক পোস্টে বুরাক বলেন, ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। খুব শিগগিরই ভক্তদের সঙ্গে দেখা হবে।
জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট। ২৬ মে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।
প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।
টিবি
Discussion about this post