কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দিয়ে মানুষের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফয়সাল নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে কানাডায় পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিতো সে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, অভিযুক্ত ফয়সাল নিজেকে কানাডার সিটির মেয়র, এনসিসি পাওয়ার প্লান্ট নামের একটা প্রতিষ্ঠানের মালিকসহ আরও বড় বড় হোটেলের মালিক পরিচয় দিতো। সে ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিতো।
কানাডার মেয়র পরিচয় দেয়া ব্যক্তিকে অবশেষে রাজধানীতে আবিষ্কার করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম এর দক্ষিণ বিভাগ তাকে মিরপুর থেকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এসব তথ্য।
ডিবি পুলিশ বলছে, নিজেকে বিএনপির একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদের আত্মীয় ছাড়া নানা ভুয়া পরিচয় দিয়ে বহু মানুষকে সর্বস্বান্ত করেছে ফয়সাল।
শেরপুরের মুজিবুল হক তালুকদার ঢাকায় একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। ফেসবুকে পরিচয় সূত্রে ইউসুফ নামে এক ব্যক্তি তাকে কানাডায় স্থায়ী হওয়ার প্রস্তাব দেন। ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয় দেন। মুজিবুল হক সরল বিশ্বাসে বিভিন্ন খরচ বাবদ বেশ কিছু টাকা তুলে দেন তার মনোনীত আরেক ব্যক্তির কাছে।তার মতো এমন প্রতারণার শিকার অনেকেই।
হারুন অর রশীদ আরও বলেন, মানুষ মনে করতো- যেহেতু তার ফেসবুকে আছে- অবশ্যই সত্যতা আছে; না হলে কেউ না কেউ তো প্রতিবাদ করার কথা। গ্রেপ্তার করার পর জানা যায় তার নাম ফয়সাল আহম্মেদ (২৭)। দেশে বসেই ফয়সাল কানাডায় চাকরির প্রলোভন দেখাতেন।
কারো সম্পর্কে বিস্তারিত না জেনে কোন আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন এই গোয়েন্দা কর্মকর্তা।
Discussion about this post