ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল। রোববার (৩ নভেম্বর) ভিএফএস গ্লোবাল এ তথ্য জানায়।
ভিএফএস গ্লোবাল জানায়, জাপানি ভিসা কার্যক্রম বাংলাদেশ থেকে পরিচালনা করা হচ্ছে। জাপানের ভিসা সুবিধা নিতে আবেদনকারীরা ঢাকায় আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে যেতে পারেন।
জাপানে বসবাসকারী বাংলাদেশিদের কেউ পড়ালেখা, কেউ চাকরি বা ব্যবসাসহ নানা পেশায় যুক্ত রয়েছেন। ভ্রমণ, সেমিনার, প্রশিক্ষণসহ বিভিন্ন কাজে প্রতিবছর বাংলাদেশ থেকে বহু মানুষ জাপান যান।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জুন পর্যন্ত জাপানে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার।
এস এইচ/
Discussion about this post