ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। ভারতের কলকাতা ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৩টি ফ্লাইট। এ ছাড়া শিডিউল বিপর্যয়ে পড়েছে আন্তর্জাতিক ৭টি ফ্লাইটের অবতরণ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে সিলেট ও ভারতের কলকাতায় বিমানবন্দরে অবতরণ করে। তবে, সকাল ৯টার পর থেকে ঢাকায় ফিরতে শুরু করে ভিন্ন গন্তব্যে চলে যাওয়া বিমানগুলো।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় রাত ২টার পর ৮ ঘণ্টায় তিনটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ডাইভার্ট হয়ে চলে যায় সিলেট ও কলকাতা বিমানবন্দরে। আর শিডিউল বিপর্যয়ে পড়েছে আন্তর্জাতিক ৭টি ফ্লাইটের অবতরণ।
শুক্রবার সকালে আন্তর্জাতিক ফ্লাইট রাডার সিস্টেম পর্যালোচনায় দেখা যায়, দুবাই থেকে ঢাকামুখী ইউএস বাংলার ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে বাধ্য হয়ে অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। কুয়ালালামপুর ও দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দু’টি ফ্লাইট চলে যায় কলকাতায়। একইসঙ্গে কুয়েত, মাসকাট, গুয়াংজু, দুবাই, শারজাহ, সিঙ্গাপুর থেকে আসা ৭টি ফ্লাইট অবতরণে শিডিউল বিপর্যয় পড়ে।
একই কারণে ঢাকার বিমানবন্দর থেকে এক থেকে দেড় ঘণ্টা দেরিতে উড্ডয়ন করে দুবাই, কুয়ালালামপুর, রিয়াদ ও জেদ্দাগামী ৬টি ফ্লাইট। অন্যদিকে, শিডিউলে থাকা রাত ২টার থাই এয়ারলাইনসের ব্যাংককের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর আগে বুধবার (৩ জানুয়ারি) রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ১৩টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দরাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এগুলোর মধ্যে ৭টি ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দরাবাদ অবতরণ করেছে। বাকি ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এ নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২২টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অবতরণ করে দেশি-বিদেশি বিভিন্ন বিমানবন্দরে।
এস আর/
Discussion about this post