ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরইমধ্যে মন্ত্রণালয়ের নির্দেশে দেশে ফিরেছেন কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমানও দেশে ফেরার পথে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন কলকাতার ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার। পরে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানে সোমবারের ঘটনার বিষয়ে ব্রিফও করেন।
গত সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের কলকাতার উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। পরে ওই দুই মিশন প্রধানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠায় সরকার। ওই ঘটনাকে গভীরভাবে দুঃখজনক হিসেবে অভিহিত করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা-দিল্লির কূটনৈতিক ইতিহাসে এটি প্রথম হামলার ঘটনা।
এস এম/
Discussion about this post