বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বছরের মতো এবারও রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন করবে। এ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। এতে বৌদ্ধ ভিক্ষুরা ২৪ ঘণ্টার মধ্যে সূতা কেটে কাপড় বয়ন, সেলাই ও রঙ করে দান গ্রহণ করেন, এজন্য একে ‘কঠিন চীবর দান’ বলা হয়।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন জানায়, তিন মাস বর্ষাবাস শেষে শুভ কঠিন চীবর দান বৌদ্ধদের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং এটি বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে বৌদ্ধ ধর্মের অনুশীলন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়।
উৎসবের প্রধান অনুষ্ঠান হিসেবে, কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২৪ আয়োজন করা হবে। বিকাল ৩টায় অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসন, ও ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত এস লোকজিত মহাথের।
এছাড়া, নিরাপত্তাজনিত কারণে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ এবছর তিন পার্বত্য জেলায় কঠিন চীবর দান অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।
আর এম/
Discussion about this post