ঢাকার ৫০টি স্থানে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে পুনরায় টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।তবে কমানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা।
টিসিবি বলছে, ফ্যামিলি কার্ডের বাইরে থাকা সাধারণ মানুষ ২৮ মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন।
উচ্চমূল্যের বাজারে ক্রেতাকে স্বস্তি দিতে ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর আবারও ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রি শুরু করছে টিসিবি। সোমবার থেকে ঢাকা মহানগর ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম শুরু হয়েছে।
তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে আসেন ভোক্তারা।
ঢাকা মহানগরে ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে চলছে এ কার্যক্রম। যেকোনো ভোক্তা টিসিবির ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে।
ন্যায্য মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ভোক্তারা। রমজান মাস উপলক্ষ্যে তালিকায় যুক্ত হয়েছে ছোলা ও খেজুর।
পাশাপাশি টিসিবি স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝেও ভর্তুকি মূল্যে ভোজ্যতেল ও ডাল বিক্রির কার্যক্রম চলছে।
এ ইউ/
Discussion about this post