মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের আকাশে চলছে মেঘ আর রোদ্দুরের খেলা। কখনও মেঘ আবার কখনও এক পশলা বৃষ্টিতে ভিজে যাচ্ছে চারপাশ।
রাতের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়
এ অবস্থায় বুধবার (৩১ জুলাই) নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এতে বলা হয়, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Discussion about this post