বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি। আবারও দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৫ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় ভারী বৃষ্টিপাতের এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
গত চারদিনের টানা বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া খুলনা ও চট্টগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। টানা দুদিন বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতেও। এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী।
এর আগে আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ অবস্থায় সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বাড়তে পারে।
টিবি
Discussion about this post