কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল তিন দিনের সফরে শনিবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় কানাডার হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল রোববার (১৯ মে) থেকে তিন দিনের সফরে আজ (শনিবার) সন্ধ্যায় ঢাকায় আসবেন।
আরও পড়ুনঃ কান চলচ্চিত্র উৎসবে আরিফিন শুভর প্রশংসায় নাসিরুদ্দিন শাহ্
বাংলাদেশ সফরের সময় তিনি সরকারি কর্মকর্তা এবং অংশীজনেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এসময় ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলের প্রতি কানাডার প্রতিশ্রুতি বাস্তবায়ন, দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিমুখী বিনিয়োগে উৎসাহিত করার জন্য কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করবেন তিনি।
এ এ/
Discussion about this post