হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টার সিমেন্ট বোঝাই ট্রাকের ও মাছ বোঝাই পিকআপ সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে তগলী নামক স্থানে পৌঁছায়।
নিহতরা হলেন পিকআপচালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।
এ সময় সিলেটগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান।
এ এ/
Discussion about this post