ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলায় সাময়িকভাবে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মৃতি সংরক্ষণের জন্য এ সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে স্থান পাবে তাঁদের ব্যবহৃত জিনিসপত্র, যেমন: ছবি, জামা-কাপড়, চশমা, বই, খাতা, কলম, অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র।সভায় শহিদ ও আহতদের ব্যবহৃত স্মারকগুলো সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এসব স্মৃতিচিহ্ন আগামী ২০ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখের কাছে প্রেরণ করার অনুরোধ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কমিটির ফোকাল পয়েন্ট ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন।
এস এম/
Discussion about this post