ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪২ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ৪৩ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক এবং ৩৯ জনকে সহ-সাংগঠনিক পদে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।
এর আগে গত ১লা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন পদ পেয়েছিলেন। সে হিসেবে প্রায় ৮ মাস পর কমিটি পূর্ণাঙ্গ করা হলো।
পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন।
এ ইউ/
Discussion about this post