ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান। ঢালিউডের আকাশে এ নক্ষত্র জ্বলছে ২৫ বছর ধরে। ১৯৯৯ সালের ২৮ মে পর্দার জীবনের অভিষেক হয়েছিল শাকিব খানের। সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে। শাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান।
শুরুটা মোটেও মসৃণ ছিল না শাকিব খানের। কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে। তবুও হাল ছাড়েননি, তাইতো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক।
সিনেমায় তার ধ্যান, জ্ঞান। সিনেমা নিয়ে তিনি ভাবেন। তাইতো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে। ২৫ বছরের পথচলায় তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো। অ্যাকশন বা রোমান্টিক- যে লুকই হোক না কেন, সবখানেই দশে দশ।
চেনা শাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় ‘শিকারি’ সিনেমায়। যৌথ প্রযোজনার এ সিনেমায় তার লুক প্রশংসা কেড়েছিল নেটিজেনদের। এরপর নিয়মিত ভিন্ন লুকে পর্দায় আসছেন শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমায় তার বৃদ্ধ লুক ছাড়িয়ে গেছে অতীতের সবকিছু।
আরও পড়ুনঃ বিশ্বশান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী
২০০৬ সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া ১৩টি সিনেমাই ছিল ব্যবসাসফল। এ সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান শাকিব খান। ২০১১ সালে ‘কিং খান’ সিনেমাটি মুক্তির পর শাকিব খান এ নামেই পরিচিতি পান। শাকিব খান অভিনীত শততম সিনেমা ‘দাদীমা’। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এটি। দুইশতম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেন শাকিব।
শাকিব খান প্রথম গানে কণ্ঠ দেন ২০১১ সালে ‘মনের জ্বালা’ সিনেমায়। গানটি ছিল ‘আমি চোখ তুলে তাকালে’। ২০২২ সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বিদ্রোহী’ সিনেমায় ৬০ লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব খান। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে।
২৫ বছরের নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন শাকিব খান। সবশেষ ‘প্রিয়তমা’ সিনেমায় যে রেকর্ড শাকিব খান করেছেন তা ভাঙা সত্যি কষ্টকর- এমনটাই বলেছেন সংশ্লিষ্টরা। আর শাকিব খানের আকাশ ছোঁয়ার অপেক্ষায় তার ভক্তরা।
এ এ/
Discussion about this post