তড়িঘড়ি করে নির্বাচন চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সদস্য তাবিদ আওয়ান। তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের ডাক ২০১৪ সাল থেকে দিয়ে আসছে বলে দাবি করেন। সকলেই চায় একটি সুষ্ঠ সুন্দর পরিবেশের নির্বাচন হোক।
১২ বছর যাবৎ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বলে জানান তাবিদ আউয়াল। বর্তমানে একটি পর্যায়ে আসছে। বিএনপিসহ দেশের সাধারণ মানুষের চাওয়া ছিল একটি লেভেল প্লেয়িং ফিল্ড। যেটি হবে তত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। যে নির্বাচনে কোনো প্রশ্ন থাকবে না।
এসময় তিনি নতুন ও গ্রহণ যোগ্যভাবে একটি নির্বাচন কমিশন সাজিয়ে নেওয়ার কথা বলেন। যদি সেটা হয় তাহলে নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ থাকবে না।
তিনি আরও বলেন, আমরা বলতেছি না, তড়িঘড়ি করে নির্বাচন করেন। সেই সাথে নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন কমিশনের গ্রহণ যোগ্য করে গড়ে তোলেন।
টিবি
Discussion about this post