চলতি বছরের রমজান মাসের শুরু থেকে তরমুজের দাম ছিলো চড়া। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কেনা দায় হয়ে পড়েছিল এই মৌসুমি ফল। যদিও মৌসুমে প্রতিটি ফলের দাম কম থাকে। কিন্তু তরমুজের বেলায় দেখা গেলো তার উল্টো চিত্র।
রমজানের শুরুতে তরমুজ প্রতি কেজি ১০০ টাকা বিক্রি করেছে ব্যবসায়ীরা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পাবলিক গ্রুপে তরমুজ বয়কটের ডাক দেয়। পরে বাজারে এর প্রভাব পড়তে শুরু করে। প্রতি কেজি ১০০ টাকার পরির্বতে ৩০ টাকা ৪০ টাকায় নেমে আসছে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক দেয়া হয়েছে। মো. আজিজুল ইসলাম নামে একজন ফেসবুকে পোস্ট করেন, তরমুজের পর এবার গরুর মাংশ বয়কটের ডাক। আসুন সবাই ঐক্য বদ্ধভাবে ক্রয় বন্ধ করলে সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীর ব্যবসায় ভাটা পরবে ইনশাআল্লাহ। বয়কটের কারণে বর্তমানে অর্ধেকে নেমে এসেছে তরমুজের দাম। এবার সেই তালে গরুর মাংস বয়কটের ডাক সাধারণ মানুষ। অর্ধেক দামে তরমুজ বিক্রি করলেও এখন ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা।
আরেক ব্যবহারকারী লেখেন, তরমুজের দাম বেড়েছিল আমরা সকলে তা বয়কট করেছিলাম তরমুজের সিন্ডিকেট ভেংগে দাম কমেছে। এবার চলুন গরুর মাংস বয়কট করি ১ মাস সবাই না কিনলে এটারও দাম কমে যাবে আমরা না কিনলে কার কাছে বিক্রি করবে তাই সবাই এরকম হোন।
এমন অসংখ্য পোস্ট চোখে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই কমেন্টে একাত্মতা প্রকাশ করছেন এতে। সকলের একটাই দাবি, মাংসের মতো যেন একটি অতিপ্রয়োজনীয় খাদ্য সাধারণ ক্রেতার নাগালের ভেতর আসে।
টিবি
Discussion about this post