পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের পূর্ব উপকূলের কম জনবহুল অঞ্চলে আঘাত হেনেছি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভূতত্ত্ববিষয়ক সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সস (জিএফজেড)।
দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে ১৬.৫ কিলোমিটার গভীর সমুদ্রে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্স’র প্রতিবেদন থেকে জানা গেছে, তাইওয়ানের বৃহত্তর জনপদে সামান্য ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাইওয়ানের রাজধানী তাইপেতে এ ভূমিকম্প অনুভূত হয়নি। এখন পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তাইওয়ান দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ার কারণে দেশটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।
এস আর/
Discussion about this post