ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে তাইওয়ান অতিক্রম করে পূর্ব চীনের দিকে ধেয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় গায়েমি। বুধবার রাতে ঝড়টি তাইওয়ানে আঘাত হানলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় দুই জনের মৃত্যু হয়। আহত হন ২০০ জনের বেশি।গায়েমির ভয়াবহতা আঁচ করে মঙ্গলবার থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় তাইওয়ান সরকার। বার্ষিক সামরিক মহড়ার কিছু অংশ বাতিল করা হয়। স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। পাহাড়ধস প্রবণ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পেঙ্গু, কিনমেন ও মাতসু দ্বীপে বাতাস ও বৃষ্টির প্রভাব এখনও রয়েছে।গায়েমির সরাসরি আঘাত না হানলেও প্রতিবেশী ফিলিপাইনে ঝড়টির প্রভাবে মৌসুমি বর্ষণ তীব্র আকার ধারণ করে। বুধবার কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে দেশটিতে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।গায়েমি যখন তাইওয়ানের দিকে ধেয়ে আসছিল তখন এর গতিবেগ ছিল ঘন্টায় ১৯০ কিলোমিটার। আবহাওয়াবিদরা বলছেন, গত আট বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় যা তাইওয়ানে আঘাত হেনেছে।
এস এম/
Discussion about this post