আবহাওয়া অফিস জানিয়েছে, বসন্তের হিমেলে বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত কিছুটা ঠান্ডা, দিনে গরম পড়লেও বৃষ্টির শঙ্কা না থাকায় ধীরে দিনের তাপমাত্রাও বাড়বে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৭ ডিগ্রি ও ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি বাড়বে।
দ্বিতীয় দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিনে আকাশের অবস্থা একই থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ এস/
Discussion about this post