শনিবার থেকে ঢাকায় এবং ৬ তারিখ থেকে সারাদেশের তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুয়েকটি জেলায় নয় সারাদেশেই ৬ তারিখের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আভাসের পাশাপাশি, এ মাসে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছেন অবহাওয়াবিদরা।
দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। তবে সকাল থেকে তীব্র তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। জীবিকার তাগিদে বের হয়েছেন পথে।
আবহাওয়া অধিদফতর বলছে স্বস্তির বৃষ্টি স্থায়ী না হলেও দু-একদিনের মধ্যেই আবার বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সারাদেশের তাপমাত্রা প্রশমিত হতে আরও দুই তিনদিন সময় লাগবে।
এ মাসেই তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস।
বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সচেতনতার পাশাপাশি শেড তৈরির পরামর্শ দেয়াসহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
টিবি
Discussion about this post