ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। নিহত মোতাহার একই এলাকার বাসিন্দা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মেয়ে তানিয়া আক্তার শারমিন বলেন, “আমার বাবা গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে আর বাড়িতে ফেরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ খবর নিই। কোথাও সন্ধান মেলেনি। শনিবার সকালে মসজিদের মুসল্লিরা মসজিদের ছাদে পিলারের সঙ্গে আমার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।”
খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে আরও বলেন, “আমার বাবার এক পা প্যারালাইসিসে আক্রান্ত। তিনি হাঁটতে পারেন। তবে সিঁড়ি বেয়ে উঠতে পারেন না। তিনি কীভাবে মসজিদের ছাদে উঠছেন তা বুঝে উঠতে পারছি না।”
ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
এস এইচ/
Discussion about this post