সুপার এইটে বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালের লড়াই টিকে থাকতে হলে টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই।
শনিবার (২২ জুন) আন্টিগায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলী। অন্যদিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রিত বুমরাহ।
টিবি
Discussion about this post