সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় কমপ্লিট শাটডাউনের পাশাপাশি তিতুমীর টু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে কলেজটির বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ সভা করে এ এসব তথ্য জানায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়েছে। এতে কলেজগুলো অভিভাবকহীনতায় পড়েছে। তবে আমরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরা অনড়।’
‘আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছি সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে। এ সময়ের মধ্যে ভিসি-প্রোভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে ৩০ জানুয়ারি বা বৃহস্পতিবার বারাসাত টু মহাখালী বেরিকেড বা মহাখালীতে সড়কও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবো।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সরকারি সাত কলেজের সামনে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে তিতুমীর কলেজ প্রাঙ্গনে মিছিল করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
সোমবার সকালে স্লোগানে স্লোগানে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সেইসঙ্গে সাত কলেজের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) রাতের ঘটনায় একটি মহল শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন কর্মসূচির পর কলেজটির প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ ইউ/
Discussion about this post