সারাদেশে তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে হাওড়ের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় দুদফা ঝড়-বৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টা থেকে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়নের বিভিন্নস্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি স্থায়ীত্ব ছিল প্রায় ২০ মিনিটের মতো। একেকটা শিলার ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এতে বোরোধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে সন্ধ্যায় চুনারুঘাটের আহমদাবাদ, দেওরগাছ, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়েছে। এতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে তার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আমরা মাঠপর্যায়ে জরিপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করব।
টিবি
Discussion about this post