প্রচণ্ড গরমের জন্য গ্রিসের রাজধানী এথেন্সের ইউনেস্কো হেরিটেজ সাইট অ্যাক্রোপলিস পরপর দুই দিন বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা ছিল, মধ্য ও দক্ষিণ গ্রিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।এই অবস্থায় অ্যাক্রোপলিস দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। শুধু তাই নয় এথেন্স, ক্রিট, পেলোপনেসাস-সহ বেশ কয়েকটি জায়গায় পুরাতাত্ত্বিক জায়গাগুলোও বন্ধ রাখা হয়েছে।
ফলে পর্যটকরা ওই সময় পাহাড়ের ওপরে ছায়াহীন পার্থেনন এবং অন্য স্থানগুলো দেখতে যেতে পারবেন না।
সাম্প্রতিক বছরগুলোতে গ্রিসে বারবার দাবানল ছড়িয়েছে। তাই সরকারি কর্মকর্তারা এবার দাবানল নিয়ে সতর্ক। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক আগে থেকে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। ফলে আগুন লাগার ক্ষেত্রে এই মৌসুমে তাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে।
দমকল বিভাগ বলেছে, শুক্রবার দাবানলের আশঙ্কা খুবই বেশি থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তিন বছর আগে গ্রিসের তাপমাত্রা এই সময় ৩৮ ডিগ্রি ছাড়িয়েছিল। শুক্রবার ও শনিবার তাপমাত্রা কম হতে পারে।
এস এম
Discussion about this post