তীব্র গরমে রেল লাইন বেঁকে গেছে। গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে এ বেঁকে যায়। ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে মেরামত কাজ শুরু করেছে।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠান্ডা করে এবং মেরামত করে।
মেরামতের পর ওই জায়গা পার হয়ে দুটি ট্রেন গন্তব্যে গেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।
টিবি
Discussion about this post