ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একদফা পেটানোর পরে ওই ব্যক্তিকে ক্যান্টিনে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা।
এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তোফাজ্জলকে আটক করে ভাত খেতে দিয়েছে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ সময় তোফাজ্জলকে উদ্দেশ্য করে একজনকে বলতে শোনা যায়, ‘এই শুরু কর’।
এ সময় তোফাজ্জল হাত ধুয়ে খেতে শুরু করেন। ভাত মুখে দেওয়ার পর একজন জিজ্ঞেস করেন, ‘বড় ভাই খাবার কেমন?’ উত্তরে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ভালো’। এবার একজনকে বলতে শোনা যায়, ‘তুই খাওয়া অবস্থায় যদি না থাকতি, আবারও মার খাইতি মিথ্যা বলার জন্য’। এ সময় আশেপাশে থাকা শিক্ষার্থীদের হেসে উঠতে শোনা যায়। একজন হাসতে হাসতে কটাক্ষ করে বলে ওঠেন, ‘খাবারের মান নাকি ভালো!’
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করেন ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এ সময় তাকে কয়েক দফায় মারধর করা হয়। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।
এ ইউ/
Discussion about this post