প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে দর্শকদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে।
এবারের ঈদে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা। ঈদের দিন সোমবার দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
ছবিটি মুক্তির পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ভক্ত-অনুরাগীদের মাঝে এক নতুন বার্তা দিয়েছেন। চঞ্চল চৌধুরী ছবির বিষয়ে বলেন, ‘কোরবানির দিন ছবি প্রকাশ না করে পরেরদিন করলে ভালো হতো। কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এরপরও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাচ্ছি এটা সত্যি অবিশ্বাস্য।এ অভিনেতা বলেন, ‘আমরা সিনেমাকে নিয়ে এ রকমই স্বপ্ন দেখি। আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারা সারাদেশের মানুষকে বলতে পারি। দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো। দর্শক যা চাই সেটাই হবে। আর দর্শক চাইলে অবশ্যই ‘তুফান ২’ হবে।’এ সময় প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘কোরবানি ঈদের সময় দর্শকরা হলে খুব একটা আসেন না । এবার যেভাবে হলে দর্শকরা এসেছেন আমি গত কয়েক বছরে এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে দেখি নি।’
এস এম
Discussion about this post