তুরস্কের সঙ্গে ইসরায়েলের কোনো সমস্যা থাকলে ঠিক করে দেবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ আশ্বাস দিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার (৭ এপ্রিল) ট্রাম্প ওভাল অফিসে নেতানিয়াহুকে আতিথ্য দেওয়ার সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প এসব বলেন। তবে শর্ত দেন, তুরস্কের সাথে ইসরায়েলের যেকোনো বিরোধের ক্ষেত্রে নেতানিয়াহুকে যুক্তিসঙ্গত হতে হবে। এ সময় রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, তুরস্কের সঙ্গে আপনার যেকোনো সমস্যা থাকলে, আমি মনে করি আমি সমাধান করতে পারি। আমি বলতে চাইছি, যতক্ষণ আপনি যুক্তিসঙ্গত থাকবেন ততক্ষণ আমি আছি। আপনাকে যুক্তিসঙ্গত হতে হবে। আমাদের যুক্তিসঙ্গত হতে হবে।
ট্রাম্প আরো বলেন, এরদোয়ানের সাথে তার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। এরদোয়ানকে একজন কঠোর লোক এবং খুবই বুদ্ধিমান বলে উল্লেখ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানান, এরদোয়ান এমন কিছু করেছেন যা কেউ করতে পারেনি। তিনি বিশ্বাস করেন তুরস্কই গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের পতনের পরিকল্পনা করেছিল।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, অভিনন্দন। আপনি এমন কাজ করেছেন যা ২,০০০ বছরে কেউ করতে পারেনি। আপনি ভিন্ন নামে সিরিয়া দখল করেছেন, কিন্তু একই জিনিস। এরদোয়ান সারোগেটের মাধ্যমে এটি দখল করেছেন।
সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের হামলার উদ্দেশ্য স্পষ্ট করে জানায় যে, তারা সিরিয়ায় শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে টিকে থাকতে দিতে চায় না এবং তাদের উপস্থিতি সিরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করছে।
অপরদিকে তুরস্ক সিরিয়ায় স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে। ৪ এপ্রিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের একের পর এক হামলা সিরিয়ার নতুন সরকারের সক্ষমতা কমিয়ে ফেলবে এবং এতে ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন শত্রু গোষ্ঠীর হুমকি মোকাবিলায় সমস্যা সৃষ্টি হবে। এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় বিপদ সৃষ্টি করতে পারে। তবে সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চায় না তুরস্ক।
এ ইউ/
Discussion about this post