সৌদি আরব দেশটির কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে ধু-ধু মরুভূমি, ধূসর পাহাড় ও প্রচণ্ড তাপমাত্রা। কিন্তু সেই মরুর দেশেই পড়েছে তুষার। যা রীতিমত অবাক করে দিয়েছে বিশ্ববাসীকে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড় তুষারে ঢেকে গেছে, যা দেখলে যে কারো কাছে মনে হবে ইউরোপের কোনো দেশে শীতকাল চলছে।
শীতের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমের তাবুক পাহাড় তুষারের চাদরে ঢাকা পড়েছে। অপরূপ এই দৃশ্য দেখে আত্মা ও চোখ—দুইয়ের প্রশান্তিই মেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর গালফ নিউজের।
গত মঙ্গলবার তাবুকের এমন অসাধারণ দৃশ্য নিজের ক্যামেরায় বন্দি করেছেন আলোকচিত্রী ফাহদ আল মাসুদি। তার ধারণকৃত ভিডিওতে তুষারে ঢাকা তাবুক ও এর আশপাশের অঞ্চলে দেখে গেছে। তাবুকের এমন দৃশ্য দেখে যে কেউ ইউরোপের দৃশ্য বলেই ভুল করবেন!
তাবুকের এই দৃশ্যকে ঐ আলোকচিত্রী আত্মা ও চোখের জন্য প্রশান্তিদায়ক বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে এটি স্থানীয় বাসিন্দা ও আলোকচিত্রীদের মাঝে উৎসাহ ও উত্তেজনা সৃষ্টি করেছে বলেও জানা যায়।
এর আগে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাবুক, মদিনা ও মক্কার কিছু অংশসহ বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দেয়। এ ছাড়া এসব এলাকায় মুষলধারে বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানায়।
দেশটির আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, সৌদি আরবের বেশ কিছু এলাকায় ভয়াবহ বজ ঝড় আঘাত হেনেছে, যার মধ্যে রয়েছে আল জাওয়াফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, হেইল, কাশেম, রিয়াদ ও পশ্চিমাঞ্চলীয় অঞ্চল।
Discussion about this post