আজ আদালতে তোলা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে হামলা, গুলি, হত্যায় সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার (১১ সেপ্টেম্বর) তার রিমান্ড চাওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে চ্যানেল 24 কে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক। তৌফিক ই ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।
পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ১৩ আগস্ট থেকে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ দলটির নেতাকর্মীদের নামে সারাদেশে একের পর এক মামলা দায়ের হয়। শুধু শেখ হাসিনার নামেই ইতোমধ্যে হত্যা মামলা হয়েছে প্রায় দেড়শ’। অন্যদিকে বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি ছাড়াও সরকারি কর্মকর্তাসহ অনেকে গ্রেপ্তারও হয়েছেন।
এস/এইচ
Discussion about this post