ত্বক ও চুলের স্বাস্থ্য ও সুস্থতা নির্ভর করে এর সঠিক পরিচর্যা ও যত্নের ওপর। ত্বক ও চুলের মসৃণতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তেল। অবশ্য সবার ত্বকের জন্য সব ধরনের তেল নয়।
আপনার ত্বকের বৈশিষ্টের উপর নির্ভর করে, আপনার কি ধরনের তেল ব্যবহার করা উচিত।
ব্রণ বা ফুসকুরির সমস্যা থাকলে ক্যামেলিয়া অয়েল ব্যবহার করতে পারেন। এই তেল ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে।
পাতলা চুল ও চুল পড়ার সমস্যায় কাজে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল। মাস তিনেক ব্যবহার করলেই পাবেন উপকার।
যাদের ত্বক খুবই রুক্ষ ও শুষ্ক তাদের জন্য সবচেয়ে ভালো নারকেল তেল। ত্বক ও চুলকে কোমল রাখতে এবং মসৃণতা ফেরাতে এর বিকল্প নেই।
ত্বকে যদি বলিরেখার সমস্যা দেখা দেয়, তা নিয়ে সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে প্রিমরোজ অয়েল এবং অলিভ অয়েল দারুণ কার্যকর।
ত্বকে চুলকানি বা জ্বালা করলে টি–ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। ত্বকের যেকোনো প্রদাহ দূর করতে তা সাহায্য করে।
ত্বকের ছোপ দাগ দূর করতে ল্যাভেন্ডার অয়েল ভালো কাজে দেয়। এমনকি রোদে গিয়ে যদি ট্যান পড়ে, তাহলেও এই তেল ব্যবহারে উপকার মিলবে।
রোজমেরি অয়েল রুক্ষ চুল এবং খুশকির সমস্যায় দারুণ কাজ করে। যে তেল মাথায় মাখেন, তার সঙ্গে রোজমেরি তেল মিশিয়ে মাখলে ভালো ফল পাওয়া যাবে।
এস আই/
Discussion about this post