বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির কয়েক দফা গোলাগুলি হয়েছে। থানচি বাজারের আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চারপাশে গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে থানচির বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গোলাগুলি শুরু হয়।
বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চারপাশে গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা। এ সময় যৌথবাহিনী তাদের প্রতিহত করে।
পুলিশ জানায়, সাড়ে ৮টার দিকে কেএনএফ সদস্যরা দ্বিতীয়বারের মতো ব্যাংক লুটের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, প্রায় এক ঘণ্টা গোলাগুলি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, সন্ত্রাসীরা থানার আশপাশে রয়েছে। এজন্য আমরা সতর্ক অবস্থায় আছি।
এর আগে, বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, দুই দিনের অভিযানের পর রুমা বাজারের পাশের এলাকা থেকে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।
টিবি
Discussion about this post