চিত্র নায়িকা বুবলী আর অপু বিশ্বাস যেন মুদ্রা এপিট-ওপিট। জীবন থেকে শুরু সামাজিক যোগযোগ মাধ্যম,সব কিছুতে ভীষণ মিল পাওয়া যায় তাদের কর্মকাণ্ডে। আরও একবার তার প্রমাণ পেলো নেটিজেনরা।
বুবলীর পর এবার থানায় ছুটে গেলেন অপুবিশ্বাস। ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় তাকে ও তার পরিবার নিয়ে কুরচীপূর্ণ কনটেন্ট তৈরির অভিযোগ এনে বৃহস্পিতাবার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছেন এই চিত্র নায়িকা। অভিযোগ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছেও। অভিযোগে বেশকিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংকও জুড়ে দিয়েছেন।
এর আগে চিত্র নায়িকা শবনম বুবলীও একই অভিযোগ এনে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন । ঢাকা মহানগর পুলিশের ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন শাহা এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে সাধারণ ডায়েরিতে উল্লেখকৃত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ এস/
Discussion about this post