রাজশাহীর চারঘাট মডেল থানা থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার শৌচাগারে সাপটি দেখা যায়।
জানা গেছে, ওই থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের শৌচাগারে গেলে সাপটি ভেতরের পাইপ থেকে তাকে ছোবল দেয়ার চেষ্টা করে। পরে সাপটিকে বের করে মেরে ফেলা হয়।
চারঘাট মডেল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রাতে কাজ শেষ করে শৌচাগারে যান পরিদর্শক আফজাল হোসেন। এ সময় বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল ছোবল দেয়ার চেষ্টা করলে তিনি সাথে সাথে পা সরিয়ে নেন। পরে সহকর্মীরা এসে সাপটিকে পাইপ থেকে বের করে মেরে ফেলে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পাশের পদ্মা ও বড়াল নদী থেকে সাপটি থানায় এসেছে। ঘটনার পরে থেকে থানায় সকলকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
টিবি
Discussion about this post