বৈদ্যুতিক বাহনের (ইভি) বিপ্লবে বারবার চার চাকার গাড়ির চিত্র সামনে উঠে আসলেও, বাইকপ্রেমীদের জন্য ইভি মোটরসাইকেল সবসময়ই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আর এই আকর্ষণকে পুঁজি করে যুক্তরাজ্যের ইভি বাইক প্রতিষ্ঠান জ্যাপ- তাদের বাজার সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করবে জ্যাপের বাইক।
শুরুতে ভারতের বাজারে জ্যাপ তাদের বিক্রয় কার্যক্রম চালু করলেও ধাপে ধাপে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও জ্যাপের পরিধি বৃদ্ধির পরিকল্পনার কথা জানা গেছে।
এক সাক্ষাৎকারে জ্যাপের প্রধান নির্বাহী সুইন চ্যাটসুয়ান জানান, ভারতের বাজারে আই-৩০০ মডেলের বাইক দিয়ে দক্ষিণ এশিয়ায় তাদের যাত্রা শুরু করার পরিকল্পনা আছে। চলতি মাসে থাইল্যান্ডে জ্যাপ বাইক বিক্রি শুরুর পর দারুণ সাড়া পেয়েছে। এজন্যই এশিয়ায় অন্যান্য দেশেও বাজার বিস্তারের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
চ্যাটসুয়ান জানান, জ্যাপের প্রথম চ্যালেঞ্জ ছিল চীনের ইভি বাইকের সঙ্গে টেক্কা দিয়ে বাজারে টিকে থাকা। সেটি ভালোভাবেই করতে পেরেছে তার প্রতিষ্ঠান। ব্যবসার দ্বিতীয় ধাপে ভারত দিয়ে দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশের মূল কারণ দেশটির তরুণ জনসংখ্যা এবং তাদের বাইকপ্রীতি।
২০২৫ সালে ভারতের বাজারে ৫ হাজার বাইক বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে জ্যাপ। ২০২৬ সালের মধ্যে বিশ্ববাজারে বাইক বিক্রির লক্ষ্যমাত্রা ২৫ হাজারে উন্নীত করেছে প্রতিষ্ঠানটি।
ভারতের বাজার প্রসঙ্গে চ্যাটসুয়ান বলেন, গত বছর ভারতে ১ কোটি ৭০ লাখ বাইক বিক্রি হয়েছে। এর মধ্যে ২৮ লাখই উচ্চ সিসির মোটরসাইকেল। উচ্চ সিসির এসব মোটরসাইকেলের ৩৬ শতাংশ চেন্নাইভিত্তিক প্রতিষ্ঠান রয়েল ইনফিল্ডের। রয়েলে এনফিল্ডের মডেলের আদলেই বাজারে ইভি বাইক জ্যাপ আনা হয়েছে, যা ভারতের তরুণ প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
জ্যাপ কী ভারতে এতদিন জনপ্রিয়তার শীর্ষে থাকা রয়েল এনফিল্ডের বাজার দখল করতে চাচ্ছে এমন প্রশ্নের জবাবে কোম্পানিটির প্রধান নির্বাহী বলেন, ‘রয়েল এনফিল্ডকে আমরা অনুসরণ করছি, তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামছি না। আপাতত ভারতের বাজারে ৫ লাখ বাইক বিক্রির কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা মূলত দেখাতে চাচ্ছি, বিএমডব্লিউ সিই-২ বা সিই-৪ মডেলের বাইকের মতোই আমাদের জ্যাপের বাইকগুলো আকর্ষণীয়।’
একেকটি জ্যাপ আই-৩০০ মডেলের বাইকের দাম কেমন হবে- তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা না দিলেও ভারতের বাজারে এ বাইকের দাম ৫ লাখ রুপির কম হবে না বলে আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ এ/
Discussion about this post