পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে-মিউংর ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফরকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউং দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় ঘাড়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিকাঘাতে তার ঘাড়ে প্রায় ১ সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় লির জ্ঞান ছিল।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বের সময় প্রধান বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রধান লিকে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।
খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ৫০ বা ৬০ বছরের বলে মনে হয়েছে। তিনি একটি অটোগ্রাফ চেয়ে লির কাছে যান, তারপর হঠাৎ করে এগিয়ে গিয়ে তাকে আক্রমণ করেন। হামলাকারীকে দমন করা হয় এবং ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অগ্রহণযোগ্য কাজ। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি লির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন। লির দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি।
এস আর/
Discussion about this post