জাতীয় পার্টি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়। অন্যায়ের সঙ্গে জড়িত সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেন, তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু যারা অপরাধ করেনি, দোষী না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই।কোন দলকে নিষিদ্ধ না করে যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো – চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন মোস্তফা।
রংপুর সিটির সাবেক মেয়র বলেন, ‘যারা অন্যায়ের সঙ্গে জড়িত সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা বিএনপি যেই হোক না কেন, তাদের অপরাধের শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু যারা অপরাধ করেনি, দোষী না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোনো দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তরায়।’
নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন অতিবাহিত হলেও তারা নির্বাচনের কোনো রোডম্যাপ দিতে পারেনি। এক্ষেত্রে তারা ব্যর্থ। কেননা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া। ১৭ বছর ধরে যার অপেক্ষায় আছে দেশের মানুষ। অথচ তারা একেক সময় একেক কথা বলছেন, যার কারণে মানুষের মনে নানা বিষয়ে দানা বাঁধছে।’
রংপুর সিটির সাবেক এই মেয়র আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অত্যন্ত উঁচুমানের মানুষ। কিন্তু উনিতো কোনো রাজনীতি করেন নাই, দেশ পরিচালনা করেন নাই। এজন্য দেশ পরিচালনায় অনেক ঘাটতি দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হলেও অন্যান্য সব সেক্টরেই সমস্যা। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। পুলিশ সক্রিয় না হলে নির্বাচন কীভাবে হবে। পুলিশের কাজ তো আর্মি দিয়ে হবে না।
এ ইউ/
Discussion about this post