কুমিল্লার দাউদকান্দি থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত আনুমানিক পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সেবা দেওয়া হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামছুল আলম জানান, থানা ভবনের দ্বিতীয় তলায় ফোর্স ব্যারাকে হঠাৎ ছাদের একটি অংশের পলেস্তারা ধসে পড়ে। এ সময় ব্যারাকে থাকা পুলিশ সদস্য সজল দাস (৩৩) আহত হন। এ ঘটনায় ওই থানার অন্য পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরো বলেন, ঘটনার পরপরই আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার পায়ে কয়েকটি সেলাই লেগেছে। এখন তিনি আশঙ্কামুক্ত।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর এরই মধ্যে থানা পরিদর্শন করেছেন।
এম এইচ/
Discussion about this post