গোটা বিশ্বকাপেই দাপটের সাথে খেলেছে ভারত। অনেকে তো ধরেই নিয়েছিলেন এই বিশ্বকাপে ভারত হবে অপরাজিত চ্যাম্পিয়ন। কিন্তু কিসের কি, রোহিত-গিলের ঝড়ো শুরুর পর হঠাৎই খেই হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। পাওয়ার প্লেতে ৭৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে আরও বিপদে ফেলে দেন আইয়ার।
ব্যক্তিগত ৪ রানে সাজঘড়ে ফিরলে ভারতের স্কোর দাড়ায় ৮১/৩। তারপর রাহুলকে নিয়ে ইনিংস মেরামতের কাজটা এগিয়ে নিতে থাকেন কিং কোহলি। ইনিংসের ২৫ ওভারের সময় ক্যারিয়ারের ৭১তম ফিফটি পূরণ করেন কোহলি। ৪টি চারের সাহায্যে ৫৪ রানে ফিরেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।
অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সের বলে বোল্ড হন ভারতীয় রান মেশিন। দলের খাতায় ৩০ রান যোগ না করতেই সাজঘরে ফেরেন জাদেজা। অনেকে তখনো ভারতের স্কো ৩০০ দেখছিলেন। তার পর আর ঘুরে দাড়াতে পারেনি পুরো টুর্নামেন্টে দাপট দেখানো টিম ইন্ডিয়া।
Discussion about this post