দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান করার ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক (৩য় ধাপ) এবং ১-১২তম এনটিআরসিএর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করা হবে না। একইসঙ্গে ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি, আন্দোলনে পুলিশি হামলায় আহতদের সুচিকিৎসা ও অবৈধ রায় বাতিল করে দ্রুত নিয়োগ দিতে হবে।
পুলিশ সদস্যরা মেয়েদের ওপর হামলা চালিয়েছে অভিযোগ করে তারা বলেন, ‘এ সরকার আমাদের সুপারিশ করে, আজ কেন আমাদের রাজপথে রক্তাক্ত করলো এর জবাব চাই।’
এর আগে দুপুরের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। পরে বিকেল ৪টার দিকে প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা শাহবাগ সড়কের একাংশ দখল করে রাখেন। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।
এ ইউ/
Discussion about this post