প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকেই প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়।
আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর তালিকা করেছে বলে এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। তালিকাটি গত মাসে প্রকাশ করা হয়। এতে ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় রয়েছেন। তারা সবাই অবৈধ।
ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় গেলে অভিবাসন নীতি কঠোর করবেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আমেরিকায় প্রায় ৭ লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় রয়েছেন। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে ভারত তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও এল সালভাদর।
সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার।
এর আগে গত অক্টোবরেও অবৈধ একদল ভারতীয়কে ফ্লাইটে করে দেশে ফেরত পাঠানো হয় আমেরিকা থেকে। গত ২২ অক্টোবর এই ফ্লাইট পরিচালিত হয় বলে জানা যায়। আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আরও বলছে, গত তিন বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৯০ হাজার ভারতীয় আটক হয়েছেন। এ সংকট নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চাইছে আমেরিকা। কিন্তু ভারত তেমন সায় দিচ্ছে না বলে দাবি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই)। এ জন্য ভারতকে তালিকায় ‘অসহযোগী’ বলে উল্লেখ করা হয়।
অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রাখা হয়েছে ভুটান, মিয়ানমার, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, ইরান, লাওস, পাকিস্তান, চীন, রাশিয়া, সোমালিয়া ও ভেনেজুয়েলা।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি
এ ইউ/
Discussion about this post